ছাইফুল ইসলাম মাছুম : 

অমর একুশে গ্রন্থমেলায় (২০১৮) প্রকাশিত হয়েছে আবু জাফর খানের কবিতার বই ‘একটি জিজ্ঞাসা চিহ্নের ভেতর’।

কাব্যগ্রন্থটি প্রকাশ করেছে বেহুলা বাংলা। প্রচ্ছদ করেছেন সমর মজুমদার।

কাব্যগ্রন্থটিতে রয়েছে ৭৩টি কবিতা। মানব মনের অন্তর্গত ভাবনা, দহন, পীড়ন, বোধির আর্তশ্বাস, যন্ত্রণা, প্রেমের কালকোষে জল-আগুনের তরঙ্গাভিঘাত ইত্যাদি উপজীব্য করে কবিতাগুলো লেখা হয়েছে। সব কবিতা গদ্য ছন্দে রচিত।

পেশায় তিনি সরকারি চিকিৎসক। জন্ম পাবনায় জেলায়। তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস এবং ঢাকা থেকে কমিউনিটি মেডিসিনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা হিসাবে বর্তমানে তিনি স্বাস্থ্য বিভাগে ডেপুটি সিভিল সার্জন পদে কর্মরত।

এ পর্যন্ত এককভাবে তার ৮টি উপন্যাস, ৪টি কাব্যগ্রন্থ ও ১টি গল্পগ্রন্থ এবং যৌথভাবে ৪টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।

বাংলা সাহিত্যে অবদানের জন্য ইতিমধ্যে তিনি বাংলাদেশ কবিতা সংসদ কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা পদক, রবীন্দ্র স্মারক সম্মাননা এবং কলকাতা থেকে ড. বি আর আম্বেদকর সাহিত্য সম্মাননা অর্জন করেন।

চিকিৎসা পেশা ও লেখালেখি দুটি একসাথে কীভাবে সম্ভব হচ্ছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কাছে পেশা এবং লেখালেখি মোটেই সাংঘর্ষিক নয়! পেশা আমার দায়িত্ব, আর লেখালেখি আমার ভালোবাসা এবং আত্মার স্বস্তির জায়গা! লিখতে না পারলে গহিনের  উত্তুঙ্গ ঢেউ মনকে পীড়িত করে। সুতরাং জায়গা তো করে নিতেই হয়।’

রাইজিংবিডি/ঢাকা/২১ ফেব্রুয়ারি ২০১৮/সাইফ

ছাইফুল ইসলাম মাছুম || রাইজিংবিডি.কম

 প্রকাশিত: ০৮:৪২, ২১ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০