‘স্যন্দিত বরফের কান্না’ কবিতাগ্রন্থের মূল প্রতিপাদ্য হলো মানব জীবনের অসংখ্য বেদনা ও দুঃখগাথা আছে যা হৃদয়ের ভেতর বরফ হয় জমে থাকে। জীবনের উষ্ণ পরিবিশে আবার সেই বেদনা ও দুঃখগাথা কখনো কখনো বরফের মতো চুয়ে চুয়ে ঝরে পড়ে। এমন সব বেদনা ও দুঃখগাথা নিয়ে এ কাব্যগ্রন্থ।
‘স্যন্দিত বরফের কান্না’ নিয়ে আমার সংলাপ । POEM VEIN PUBLISHERS
by abuzaforkhan | Jul 6, 2021 | Video | 0 comments